বেসামরিক মানুষের হাতে অস্ত্র থাকার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বন্দুকের বলি হয়েছে ৪৫ হাজার আমেরিকান।
২০১৫ সালে এই সংখ্যা ছিল ২৫ শতাংশ কম। আর ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এসে বন্দুকের মাধ্যমে হত্যা/আত্মহত্যার শিকার মানুষ বেড়েছে ৪৩ শতাংশ।
সুইজারল্যান্ডভিত্তিক স্বনামধন্য এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ বেসামরিক মানুষের হাতে ১২০টি করে বন্দুক রয়েছে। ২০১১ সালে প্রতি ১০০ জন মানুষের হাতে অস্ত্র ছিল ৮৮টি।
সিএনএন বলছে, অ্যাসল্ট রাইফেল বা উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনে নিষেধাজ্ঞা আরোপসহ বন্দুক আইন সংশোধনের প্রস্তাবগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে।