দখলকৃত বিভিন্ন এলাকা থেকে রাশিয়ার বাহিনী ‘কয়েক লাখ টন শস্য চুরি করেছে’ বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ-কৃষিমন্ত্রী। শনিবার ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কথা বলার সময় উপ- কৃষিমন্ত্রী তারাস উইসোজস্কি এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এসব শস্যের অধিকাংশই রাশিয়ার দখলকৃত অঞ্চলে মজুদ করে রাখা ১৫ লাখ টন শস্য থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রাশিয়ার বাহিনীগুলো বাকি শস্যও চুরি করে নিতে পারে, এমন আশঙ্কাও জানান তিনি।
দখলকৃত এলাকায় শস্য চুরির জন্য বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে অভিযুক্ত করে। রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি হুমকি বৃদ্ধি পাচ্ছে বলে মন্ত্রণালয়টি অভিযোগ করে।
রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর এখন দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে মনোযোগ দিয়েছে। নয় সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কয়েক হাজার লোক নিহত ও ৫০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।