ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মিরের সোপিয়ান জেলার বদিগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে দুই সেনা প্রাণ হারিয়েছেন।
কাশ্মির পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে, নিহতরা সবাই লস্কর-এ-তৈয়বার সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
আগে থেকেই খবর ছিল, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে থাকতে পারে। তাই পুলিশ ও সেনার যৌথভাবে সেখানে তল্লাশি চালায়। এ সময়ই হঠাৎ বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও তখন পাল্টা জবাব দেয়। এতেই ৪ জনের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত সবাই স্থানীয় বাসিন্দা। তারা লস্কর-এ-তৈয়বার সদস্য ছিলেন।
এদিকে ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ভাগ্যজনকভাবে প্রাণ যায় দুই জওয়ানের। গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।