নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ওমরাহ হজ করতে সৌদি আরব যাচ্ছেন। কমিশনারের স্ত্রীও ওমরাহ করতে সৌদি যাবেন। সেখানে তারা ৬ দিন থাকবেন।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। সোমবার (১৪ মার্চ) চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ওমরাহ পালন করতে আগামী ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সৌদি আরব সফর করবেন। তিনি ২১ মার্চ যাত্রা করবেন এবং ২৬ মার্চ ফিরবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে তার স্ত্রী মিসেস সালমা সুলতানাও ওমরাহ পালনে সৌদি যাবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, এটি একটি ব্যক্তিগত সফর। এ সফরের সব খরচ তিনি নিজেই বহন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে