শপথ নেয়ার পর আজ প্রথমদিন অফিস শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে প্রবেশের আগেই সিইসিকে ফুল দিয়ে বরণ করে নেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। আর অন্যান্য কমিশনারদের স্বাগত জানান, অতিরিক্ত সচিব অসক কুমার দেবনাথ।
পরে প্রধান নির্বাচন কমিশনার অন্য কমিশনারদের নিয়ে বৈঠক করেন।
গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে নবনিযুক্ত এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।