ঢাকা ওয়াসার ১৫ জন উপ-সহকারী প্রকৌশলীকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বিভিন্ন জোন, বিভাগ এবং প্রকল্পে বদলি করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর তাদের বদলি সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে স্বাক্ষর করেছেন।
ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর স্বাক্ষরিত অফিস আদেশ উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার এই ১৫ কর্মকর্তাকে বিভিন্ন জোন-বিভাগে বদলি করা হলো।
বদলি হওয়া ১৫ জন উপ-সহকারী প্রকৌশলীদের মধ্যে মোহাম্মদ সাইফুর রহমানকে পানি (পূ: ও উ:) বিভাগ ১ থেকে মডস জোন ৬ এ বদলি করা হয়েছে। একইভাবে নির্মাণ ও সিভিল বিভাগ থেকে মেহেদী হাসানকে মডস জোন ৬ এ, মডস জোন ৬ এর ইয়াকুব হোসেনকে পানি (পূ: ও উ:) বিভাগ ১ এ, পাগলা পয়: শোধনাগার বিভাগের পল সরকারকে মডস জোন ৭ এ, মডস জোন ৯ এর কামরুন নাহারকে মডস জোন ৪ এ, মডস জোন ৪ এর নাজমুল হোসাইনকে মডস জোন ৯ এ বদলি করা হয়েছে।
এছাড়া সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান রাজিবকে সংগ্রহ বিভাগ ১ এ বদলি করা হয়েছে। একইভাবে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগ থেকে ওয়ার্ল্ড ফিল্ড কনস্ট্রাকশন প্ল্যান্টে, সংগ্রহ বিভাগ ১ এর রাজিব হাসানকে পানি (পূ: ও উ:) বিভাগ ১ এ, মডস জোন ৬ এ ফজলে রাব্বিকে পানি (পূ: ও উ:) বিভাগ ২ এ, মডস জোন ৯ এর শরিফুল ইসলামকে এফ এম বিভাগ ২ এ বদলি করা হয়েছে।
পাশাপাশি মডস জোন ৯ এর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিমকে মডস জোন ৮ এ বদলি করা হয়েছে। একইভাবে মডস জোন ১০ এর জহিরুল ইসলামকে মডস জোন ৯ এ, মডস জোন ৪ এর মোস্তাইন বিল্লাহ আলমগীরকে মডস জোন ৯ এ এবং মডস জোন ৫ এর মানিক চন্দ্র মহানায়ককে মডস জোন ১০ এ বদলি করা হয়েছে।
অফিস আদেশে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর উল্লেখ করেন, বদলি সংক্রান্ত এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।