যুক্তরাজ্যে করোনা মহামারির মাঝে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক মো. রেজাউল করিম মৃধাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় পূর্ব লন্ডনের ঐতিহাসিক সেন্টস জর্জ টাউন হলে কাউন্সিল কর্তৃক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সিভিক অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার কাউন্সেলর আহবাব হোসেন, চিফ এ্যাক্সিকিউটিভ উইল তাকলেই, জিএসএ মেম্বার উমেশ দিয়াই, লিড মেম্বার কাহার চৌধুরী, কাউন্সেলর আয়াস মিয়া ও অন্যান্য কাউন্সেলরসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সেলের সিভিক অ্যাওয়ার্ড একটি সম্মানজনক অ্যাওয়ার্ড। প্রতি বছর একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা এবং চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
করোনা মহামারির কারণে গত দুই বছর সিভিক অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তাই এ বছর বেশি সংখ্যক মানুষকে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
মো. রেজাউল করিম মৃধা ২০১১ সালের মাঝামাঝি ইতালি থেকে সপরিবারে লন্ডনে আসেন এবং লন্ডনে এসে সাংবাদিকতা শুরু করেন। বিলেতের বাংলা গণমাধ্যম ‘জগত’র অত্যন্ত সক্রিয় কর্মী। তিনি ‘চ্যানেল এস’র সিনিয়র ক্যামেরা পার্সন, বেতার বাংলার প্রেজেন্টার এবং ব্রিটেন বাংলার কমিউনিটি এডিটর। অনলাইনভিত্তিক এমএইচএস লন্ডন টিভিতে ‘মৃধা শো’র উপস্থাপক ও পরিচালক তিনি।
মো. রেজাউল করিম মৃধা মানিকগঞ্জ জেলার হরিরামপুরে জন্ম নেন। বাবা মৃত্যু হাজী বাছের মৃধা। ৬ ভাইবোনের মধ্যে ৫ম সন্তান রেজাউল মৃধা। বর্তমানে সপরিবারে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাস করেন তিনি। ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন।
জানা যায়, করোনা মহামারির সময় সাংবাদিক হিসেবে তার ভূমিকা এবং কার্যক্রম ছিল প্রশংসনীয়। লকডাউনে যখন মানুষ ঘরবন্দি তখন সংবাদের জন্য ছুটে বেড়িয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর বাসায়, মৃত ব্যক্তির পাশে, কখনো হাসপাতালে, কখনো মর্গে, কখনো জানাজায় আবার কখনো কবর স্থানে শেষ বিদায় জানাতে ছুটে গিয়েছেন। জনসাধারণকে নিরাপদে থাকতে উৎসাহিত করেছেন।