সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল (শনিবার) সকালে ঢাকার ফিরবেন। ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ফয়েজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।