দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৩১ সদস্যের সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করেছে সংস্থাটির কর্মকর্তারা।
দুদক সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংস্থাটি উপ-পরিচালক মশিউর রহমানকে সভাপিত ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে নব গঠিত দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুদক সার্ভিস এ্যাসোসিয়েশনের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ১২১ সদস্য বিশিষ্ট দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়। বর্তমান ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যানে অ্যাসোসিয়েশন কাজ করবে।