চলতি অর্থবছরের (২০২১-২২) জুনের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩০টি প্রকল্প সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে ১৩টি প্রকল্প আগামী জুনে সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে কমিশনের কার্যক্রম বিভাগকে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘২০২১-২২ অর্থবছরের মূল এডিপিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ৩০টি প্রকল্প আগামী জুনে সমাপ্তির জন্য নির্ধারণ ছিল। কিন্তু এগুলোর মধ্যে ১৩টি প্রকল্প জুনের মধ্যে সমাপ্ত করা সম্ভব হবে না।’
সরোয়ার হোসেনের স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ‘সমাপ্য প্রকল্পের তালিকাভুক্ত ১৭টি প্রকল্প জুনে সমাপ্ত হবে। এছাড়া ৪টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত তালিকাভুক্ত না হলেও জুনে সমাপ্ত হবে মর্মে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী জুনে সমাপ্য ২১টি প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো। একই সাথে ২০২১-২২ অর্থবছরের আরএডিপির জুনে সমাপ্য প্রকল্পের তালিকা করতে হবে। যে সকল প্রকল্প জুনে সমাপ্ত হবে না সেসব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।’
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৬ এর উপসচিব এস এম সরওয়ার কামাল পরিকল্পনা কমিশনে চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘২০২১-২২ অর্থবছরের এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের মধ্যে যেসব প্রকল্প সমাপ্ত হবে এবং যেসব প্রকল্প সমাপ্ত করা সম্ভব হবে না, তার একটি সেক্টরভিত্তিক তালিকা প্রেরণ করা হলো। একই সাথে প্রেরিত তালিকাভুক্ত যে সকল প্রকল্প সমাপ্ত করা সম্ভব হবে না সেই প্রকল্পগুলো ২০২২-২৩ অর্থবছরের এডিপিভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।