ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব শাখা অঞ্চল-১ এর অফিস সহায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে রুজু করা বিভাগীয় মামলায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে ডিএসসিসি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে দফতর আদেশ জারি করেন।
দফতর আদেশে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব শাখা অঞ্চল ১ এর অফিস সহায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঢাকা পৌর করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ১৯৮৯ অনুসারে রুজুকৃত বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হলো।