রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি অবসরে যান ওয়াহিদুল ইসলাম। এরপর এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান তিনি। পরে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়।