সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল এবং শেরিফা কাদের সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২২তম সভার কার্যবিবরণী অনুমোদন করে সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১’ বিস্তারিত আলোচনা করে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস