বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক গত ৫০ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও জনগণকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক সম্মান ও পারস্পরিক সুবিধা নীতির ওপর বিকশিত হয়েছে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে পারস্পরিক আস্থা, আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক ক্রমাগতভাবে শক্তিশালী হবে।
কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও। সামনের দিনগুলোতে কুয়ালালামপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে স্বাধীন দেশ হিসেবে ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।