সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী কৃষক দল। এই কমিটি সংগঠনের ওয়েবসাইট ও ডাটা বেজ তৈরির কাজ করবে।
সোমবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব কে এম নাজমুল হক, সদস্য পদে আছেন কাজী মো. খায়রুল্লাহ (শিপন), কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম, কামরুল আহসান নোমানী ও মো. রাশেদ খান প্রমুখ।
এই উপ-কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুমোদন করেছেন।