নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি ঢাকায় জেলা প্রশাসকের সম্মেলন শেষে নাটোরে কর্মস্থলে ফিরেছি। গত দুদিন থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছিল। এরই মধ্যে অনলাইনে বিভিন্ন মিটিং চালিয়েছি। সোমবার সকালে শরীর বেশি খারাপ হলে করোনা পরীক্ষা করার পর স্ট্রং সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ মতো বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনামুক্তির জন্য সবার দোয়া চান তিনি।
গত বছরের ৩১ মে নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান শামীম আহমেদ। এ জেলায় যোগদানের পর থেকেই তিনি নানা মানিবক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। মানবিক কার্যক্রমের কারণে তিনি জেলার মানুষের কাছে জনপ্রিয় একজন সরকারি কর্মকর্তা।