সিএনএম প্রতিনিধিঃ
২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
সন্ধ্যার পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দালালদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলার নিম্নআয়ের মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল পাবনা জেনারেল হাসপাতাল। হাসপাতালটিতে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন।
কিন্তু দালালদের কারণে এখানে চিকিৎসাসেবা না পেয়ে নানাভাবে বিড়ম্বনা এবং হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। শক্তিশালী দালাল সিন্ডিকেটের কারণে সঠিক চিকিৎসা না পেয়ে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
অভিযোগ রয়েছে, পাবনা জেনারেল হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান আটক দালালরা।
এছাড়া হাসপাতালের সন্নিকটে কিছু ওষুধের দোকানের মালিক দালালদের সঙ্গে সম্পর্ক রাখেন। কয়েকটি দলে বিভক্ত হয়ে দালালরা জিম্মি করেছে পুরো হাসপাতাল। তাদের দাপটে নির্বিঘ্নে সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পাবনা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময়ে অনেকেই অভিযোগ করেন। এরা নানাভাবে হাসপাতালের পরিবেশ নষ্ট করে এবং রোগীদের বিভ্রান্ত করে থাকে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে বুধবার (০৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।