সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ন্যায্যমূল্যের ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক করেছে র্যাব-৪। এসময় একাজে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে র্যাব-৪’এর মিডিয়া অফিসার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এসময় ২টি ওজন পরিমাপক মেশিন ও এক বস্তা সেলাইয়ের রশি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আঃ কাদের শিকদার (৭০), অমি ইসলাম (৩৩), আঃ বারেক (৩৫), কামাল হোসেন (৫৩), উজ্বল হোসেন (২৫), শাহীন (১৮), জুয়েল (৩১), জাবেদ (১৯) ও সালমান (২৫)।
র্যাব-৪ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল এলাকায় গত রাত থেকে আজ পযর্ন্ত মাটিকাটা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে এই চক্রকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবত কালোবাজারীতে ন্যায্য মুল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিলো। এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্য মুল্যের চাল ও আটা বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ কালোবাজারি চক্রের বিরুদ্বে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।