সিএনএম প্রতিনিধিঃ
জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।’
জানা যায়, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে দলের নেতারা কোনো তথ্য দিতে পারেননি।
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমি এখনও শুনিনি।’
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের তার ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।