সিএনএম প্রতিনিধিঃ
রাজশাহীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের এক হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিলন আলী (২৮)।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘাড়পাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম আতাউর রহমান।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ফেনসিডিলসহ ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর সিটিহাট এলাকায় এ অভিযান চালায় ডিবি পুলিশ।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল শুক্রবার দুপুরে এ তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ট্রাকটি পাথর নিয়ে যাচ্ছিল। আর পাথরের নিচে নেয়া হয়েছিল ফেনসিডিল। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটির পথ আটকানো হয়।
এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। তবে ধরা পড়েন হেলপার মিলন। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।