শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মাগুরায় তিন দিনব্যাপী জামাই মেলা শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১.০২ পিএম
  • ৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন তিন দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। এ বছর মেলার ১৩৭তম আয়োজন।

গতকাল সোমবার বিকেলে মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে আগত জামাইরা মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। বিকেলে মেলার অন্যতম আকর্ষণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৬টি ঘোড়া অংশ নেয়।

মেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম খান বাচ্চুর সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রতিবছর বাংলা ২৮ পৌষ ঘোড়াদৌড় উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামবাসীর উদ্যোগেই এ মেলার আয়োজন করা হয়। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ মেলা। বুধবার রাতে মেলা শেষ হবে।

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জানান, মেলায় বড় বড় মাছ ও মিষ্টি বিক্রি হয় এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিনোদনের জন্য ছিল নাগরদোলা, চরকা প্রভৃতি।

মেলায় নানা প্রকার মিষ্টির পাশাপাশি আচার, পিঠা, ফার্নিচার, বিভিন্ন ধরনের কসমেটিকসহ নানা পণ্য উঠেছে। এছাড়া মেলায় দেখা গেছে বড় বড় রুই, কাতলা, বোয়াল, বিগহেড, মিনার কাপ, ডিংড়ি, পদাসহ নানা ধরনের মাছ। এর মধ্যে বিরাট আকারের ১৭ কেজি ওজনের একটি নদীর বোয়াল মাছ সবার দৃষ্টি কাড়ে।

জামাইরা মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, ফলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের প্রায় ২২টি গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয় এই জামাই মেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com