সিএনএমঃ
কেরানীগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় নারী, বয়স্ক ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কেরানীগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি, শাহীন আলমের সভাপতিত্বে, কেরানীগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, মনির হোসেনের সঞ্চালনায়, কম্বল বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, আক্কাস আলী মাদবর, খাইয়ের উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. উমর ফারুক বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হয়। তাদের এই দুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।