রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিবিরের সভাপতির পিতাকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১০.১৫ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে
সাকিব হোসেইন (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার তিতাসে ইসলামি ছাত্র শিবিরের সভাপতির পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে আহত করেছে জসিম মিয়া নামের এক যুবক।
বুধবার (২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কড়িকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বপন মিয়া(৫০) উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা ও উপজেলা ইসলামি ছাত্র শিবির এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের পিতা।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১মার্চ সোমবার রাতে উপজেলার সদর কড়িকান্দি গ্রামের বাসিন্দা সফিক মিয়ার ছেলে জসিম ও তার লোকজন কড়িকান্দি গ্রামের চকের সরকারি পানির পাম্পের পাইপ লুটপাট করতে যায় সেখানে তাদেরকে স্থানীয় গ্রামবাসী বাধা দিলে তারা চলে যায়। পরে গ্রামবাসীর সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহীম এর পিতা স্বপন মিয়া উপস্থিত থাকায় তার ওপর ক্ষিপ্ত হয়ে তার জমির আবাদি ভুট্টা ক্ষেত কুপিয়ে নষ্ট করে জসিমের লোকজন।
এনিয়ে পরের দিন জসিম গং এর সাথে বাকবিতন্ডাও হয় স্বপন মিয়ার। তারই জের ধরে বুধবার সকাল ৯টায় স্বপন মিয়া বাজারে গেলে তার ওপর অতর্কিত ভাবে জসিম মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আহত স্বপন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আহতকে।
এতে অভিযুক্ত জসিম মিয়াকে ৩ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত প্রায় এক ঘন্টা গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক অবরোধ করেন উত্তেজিত সাধারন ছাত্র-জনতা ও স্থানীয় এলাকাবাসী। পরে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে বলে অবরোধকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এবিষয়ে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে অবরোধকারীদের সঙ্গে দেখা করি তাদের দাবি গুলো শুনে অভিযুক্ত ব্যক্তিকে তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি। ইতিমধ্যে এঘটনায় মাহাবুব নামের একজনকে আটক করা হয়েছে। জসিমকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com