মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

স্মৃতিসৌধে আওয়ামী লীগের মিছিল, আটক ৩

  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩.২২ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক ঝটিকা মিছিল করেছে। উপস্থিত জনতা মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বাকিরা উপস্থিত জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিছিলের সময় আওয়ামী লীগের সমর্থকদের হাতে ‘মুক্তিযোদ্ধা সংসদের পতাকা’ দেখা গেছে। মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির। তিনি বলেন ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০), এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদিতে শ্রদ্ধা শেষে সবাই ফিরে যাচ্ছিলেন। এমন সময় ৪০-৪৫ জন আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com