সিএনএম :
র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা সাকিনস্থ নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরীর সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩২ (বঁত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। শফিক মিয়া (২৫), পিতা- মৃত নজরুল ইসলাম নজু, সাং- কুইয়াপানিয়া উত্তরপাড়া, ২। মোঃ আরিফ পাঠান (২৪) (ড্রাইভার), পিতা- হাসান পাঠান, সাং- ধর্মপুর পূর্বপাড়া, ৩। মোঃ রমজান (২৩), পিতা- মোঃ ইয়াছিন, সাং- ধর্মপুর পূর্বপাড়া, সর্ব থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’দেরকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নছিমনে করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১। শফিক মিয়া (২৫), ২। মোঃ আরিফ পাঠান (২৪) ৩। মোঃ রমজান (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা নছিমনের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।