সিএনএম:
রাজধানীর গেন্ডারিয়া ও তার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৩।
রবিবার (১৬ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মূলহোতাসহ আসামিদের আটক করা হয়।
বিকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত কারবারিরা হলেন- নড়াইল জেলার মো. হালিম সিকদারের ছেলে মো. হেলাল সিকদার (২৩), ভোলার মো. সোলেমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) এবং লক্ষ্মীপুরের মো. আলমগীরের ছেলে মো. জুয়েল (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উক্ত মাদক চোরাকারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা জেলা থেকে গাঁজা ক্রয় করে এনে বিভিন্ন অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভেতর বস্তায় রেখে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের থেকে মাদকের পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করার কথা জানিয়েছেন র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।