জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ মাস্টারপ্ল্যানের আওতায় এনে নির্মাণ কাজ পরিচালনাসহ পাঁচ দফা দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর- এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নতুন কলা ভবন, ছবি চত্বর, সংসপ্তক, পুরাতন রেজিস্টার, কবীর স্মরণী হয়ে নতুন রেজিস্টার ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর- এর ব্যানারে আন্দোলনকারীদের অন্যান্য দাবিসমূহ হলো শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন ভেঙে বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নতুন ভবন নির্মাণ, লাইব্রেরি ভবন না ভেঙে নতুন লাইব্রেরি নির্মাণ, এবং প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা ও মান নিশ্চিতে তদারক কমিটি গঠন।
সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, গবেষণা করতে এসেছি। আমরা এখানে আন্দোলন করতে আসিনি। কোনো মাস্টারপ্লান প্রণয়ন না করে প্রশাসন বিশ্ববিদ্যালয়কে একটা ইট আর কংক্রিটের জঙ্গল বানাতে চাচ্ছেন। প্রশাসনিক ভবন পূর্নাঙ্গ না করে আরও একটি প্রশাসনিক ভবনের দরকার নেই। মাস্টারপ্লান পরিকল্পনা ছাড়া ভবন নির্মান বন্ধ করুন।
বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের আবু সাঈদ বলেন, আমরা লক্ষ করছি অর্থের সুস্থ ব্যবহারের পরিকল্পনা না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থ আত্মসাতের পরিকল্পনা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো দুর্নীতি মেনে নেয়নি আর নিবেও না। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব।
সমাবেশে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ঋদ্ধ অরিন্দ্য গাঙ্গুলির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী, চলচিত্র আন্দোলনের সুদীপ্ত দে।