মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুবই জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১০.২৭ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডিএসইসির সভাপতি মামুন ফরাজী সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘একমাত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে সঠিক খবর প্রচার ও প্রসার করানো সম্ভব। বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই খবর প্রকাশিত হয়। অসত্য খবরের কারণে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। তাই সাংবাদিকদের প্রতি আহ্বান জানাব, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হোন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবেদকরা নিউজ দিলে সেটিকে আরও ক্রসচেক করতে হবে। তথ্যগুলো ঠিকঠাক আছে কি না, তা ডেস্ক থেকে আরও যাচাই-বাছাই করতে হবে। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সাব-এডিটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আশা করি, সাব-এডিটররা এই বিষয়ে আরও যত্নশীল হবেন।’

dhakapost

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিএফইজের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, শাহ মুতাসিম বিল্লাহ, আল মামুন, নাসিমা আকতার সোমা, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ডিএসইসির নবনির্বাচিত নেতারা অতিথিদের হাত থেকে অভিষেক স্মারক গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com