পবিত্র ওমরাহ পালনের জন্য আগামী ২৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় নিজ দায়িত্বসহ মেয়রের রুটিং দায়িত্ব পালন করবেন ডিএনসিসি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি অনুমোদন দিয়ে ইতোমধ্যে অফিস আদেশ জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক।
অফিস আদেশে সচিব মাসুদ আলম ছিদ্দিক বিষয়টি উল্লেখ করে বলেছেন, পবিত্র ওমরাহ পালনের জন্য ২৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরব অবস্থান করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মেয়রের সৌদি আরবে অবস্থানকালীন সময়ে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফাকে নিজ দায়িত্বসহ মেয়রের রুটিং দায়িত্ব দেওয়া হলো। কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।