হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর কাছ থেকে ৫৯ পিস সোনার বার আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
মঙ্গলবার ভোরে এগুলো আটক করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম। আটক নারীর নাম শাহনাজ চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
কাস্টমস জানায়, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।