বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশের) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন।
বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তারেকের স্ত্রীর বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান এলডিপির শীর্ষ এই দুই নেতা।
তারা আরও বলেন, ‘রাজনৈতিক হাতিয়ার হিসেবেই দুদক মামলাটিকে চালু করেছে। এর পেছনে ক্ষমতাসীনদের চক্রান্ত রয়েছে।’
ভবিষ্যতে জোবায়দা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন, এমন আশঙ্কা-ভীতি থেকেই সরকার নতুন করে মামলাটি সামনে এনেছে বলে দাবি করেছেন এলপিডির শীর্ষ নেতারা।