বিশেষ প্রতিবেদকঃ
২ সন্তানের জননীকে চাকুরি দেওয়ার প্রভোলন দেখিয়ে গত ১৫/০২/২০২১ খ্রিঃ সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক ১২৫/গ (৬ষ্ঠ তলা) ফ্লাটে নিয়ে আনিকা নামের নারীর সহায়তায় সনজিব কুমার দাসসহ ৪(চার) বন্ধু মিলে গণধর্ষন করে।
ভিকটিম সবুজবাগ থানায় একটি মামলা দ্বায়ের করেন।যাহার মামলা নং-০২, তাং-০১-০৩-২০২১ খ্রিঃ।
ভিকটিমের সনাক্তমতে সবুজবাগ থানা পুলিশ কৌশল খাটিয়ে সবুুুজবাগ হতে ১লা মার্চ রাতে সনজিব কুমার দাস ও ধর্ষনের সহায়তাকারী নারী আনিকা-কে গ্রেফতার করে ।
মঙ্গলবার (০২ মার্চ ) পুলিশ আসামীদ্বয়কে আদালতেপেরণ করে ৭ (সাত) দিনের রিমান্ড চাইলে আদালত ৫(পাঁচ) দিনের রিমান্ড মন্জুর করেন।
গ্রেফতারকৃত আসামী ১. সন্ঞ্জীব কুমার দাস (৪০), পিতা- শিবনাথ দাস, মাতা- কৃষ্ঞরানী, সাং-টেকের হাট আ/এ, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর। বর্তমান- ১২৫/গ দক্ষিন মাদারটেক, তৌহিদ-এর বাড়ির ভাড়াটিয়া, থানা- সবুজবাগ, ঢাকা। ২.আনিকা (৪০), স্বামী- মাহাবুব হাসান,পিতা- মৃত অনিল সরদার, মাতা- সুমালা সরদার,সাং-আমগ্রাম, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর।অন্যান্য ঠিকানা- ১৪/১ কুসুমবাগ,থানা- সবুজবাগ, ঢাকা, বর্তমান – ১২৫/গ দক্ষিন মাদারটেক, তৌহিদ-এর বাড়ির ভাড়াটিয়া, থানা- সবুজবাগ, ঢাকা।
সবুজবাগ থানার মামলা নং-০২, তাং-০১-০৩-২০২১ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩)/৩০।