শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

বাবার জন্মদিনে আবেগঘন মীর

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১০.০০ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

মীর সবসময়ই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। কিছু না কিছু পোস্ট করতেই থাকেন। মজার ঘটনা হোক কিংবা নিজের কাজের জগতের হাল-হকিকত, সবকিছু সেই সব পোস্টে উঠে আসে।

মীরের বাবার ৭৬তম জন্মদিন মঙ্গলবার (৫ এপ্রিল)। এই বিশেষ দিনে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার কেট কাটার ছবি পোস্ট করেছেন। সঙ্গে আবেগঘন একটি লেখা। কী রয়েছে সেই লেখায়?

মীর লিখেছেন, বছর ছয়েক আগে তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন জন্মদিনে তিনি কী উপহার চান। তার নিজের দামি ঘড়ি পছন্দ। বিশেষ করে বিদেশি ঘড়ি। তাই বাবাকেও ঘড়ি দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে বাবা মুচকি হেসে বলেছিলেন, ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস।

এরপরই সেই খবর তিনি ভাগ করলেন, যেখানে তিনি বলছেন, বাবার সেই কথা আমার যেমন স্পষ্ট মনে রয়েছে, তার স্মৃতিতে ততটাই ঝাপসা। কারণ তিনি গত ৫ বছর ডিমেনসিয়া রোগে আক্রান্ত। দিন, ক্ষণ, সময় কিছুই মনে থাকে না তার। এখনও আমায় চিনতে পারছেন। নাম ধরে ডাকেন। ডাকলে সাড়া দেন। চিকিৎসা চলছে, ডাক্তারদের প্রতি আমার অগাধ বিশ্বাস।

যারা তার বাবার চিকিৎসা করছেন, তাদের ধন্যবাদ জানাতেও ভোলেননি মীর। এর পাশাপাশি তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন যাদের বাড়িতে এমন মানুষ রয়েছেন, যারা ভুলে যাচ্ছেন বা কোনো কাজে মন দিতে পারছেন না, অবহেলা করবেন না। দেরি না করে, দূরে ঠেলে না দিয়ে, তাদের উপর নজর রাখুন। সবাইকে ভালো থাকার কথা বলে, সঙ্গে বাবার জন্য প্রার্থনা করারও অনুরোধ রেখেছেন।

সূত্র : টিভি৯ বাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com