মো আলমঃ
রাজধানীর যাত্রাবাড়িতে ফোন করে খুন করার হুমকি দেয়ার অভিযোগে দিল মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় জি.ডি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগে জানা গেছে, গত ২১ শে ফেব্রুয়ারী রাতে মোবাইল নাম্বার ০১৭৭৭৬২২৫০৪ থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৬১১৭৯৯৮৮২ নাম্বারে ফোন করে দিল মোহাম্মদ নামের ব্যক্তিকে খুন করবে এবং তার বিরুদ্ধে আদালতে ও থানায় মিথ্যা নারী নির্যাতন ও চাঁদাবাজী মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে জেল খাটাবে বলে হুমকি দেয়। যার কারণে দিল মোহাম্মদ ও তার পরিবারের লোকেরা নিরাপত্তাহীনভাবে চরম আতংকের মধ্যে রয়েছে ।
দিল মোহাম্মদ বাদী হয়ে বিস্তারিত ঘটনা উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ডিএমপি যাত্রাবাড়ি থানার জিডি নং-১৬১১ তাং- ২২/০২/২০২১ইং দায়ের করেন।
যাত্রাবাড়ি থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক শফিকুল ঘটনাটি তদন্ত করছে ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নিকট গত ২৩ শে ফেব্রুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
দিল মোহাম্মদের সাথে প্রতিবেদকের কথা হলে সে প্রতিবেদককে জানায় এখনো তাকে বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে তাকে খুন করার হুমকি দিচ্ছে।
অজ্ঞাতনামা ব্যক্তি ০১৭৭৭৬২২৫০৪ নাম্বারের মোবাইল ফোন ট্র্যাগ করে ছবিটি পাওয়া গেছে।