সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে যমুনা নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।
সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের এবং সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। তারা দুজনই শহরের সবুজ কানন হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ এসে তারা উদ্ধার অভিযানে নামবে।