সিএনএম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে দেওয়া তালা দুই মাস বন্ধ রাখার পর খুলে দিয়েছে পুলিশ। এর পরই সেখানে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেন দলের নেতাকর্মীরা।
শনিবার (২৯ মে) দুপুরে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
গত ২৯ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কার্যালয়ে তালা দেয় পুলিশ। আজ সকালে পুলিশ তালা খুলে দিলে সেখানে এসে সভা করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, সরকার বিরোধী দলকে নিঃশেষ করে দিতে চাইছে। বর্তমানে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নেই। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও অমানবিক আচরণ করছে সরকার।