সিএনএম প্রতিনিধিঃ
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অপরিকল্পিত লকডাউন সফল হয়না। সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।
মঙ্গলবার( ১১ মে) সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুন বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌছেছে সাধারণ যাত্রীরা। সড়কে শৃংখলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যার্থ।
জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরি শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মোঃ দীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য মোঃ জিয়াউর রহমান বিপু।