সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর দারুসসালাম থেকে ৪৫ লাখ টাকার হেরোইনসহ গ্রামীন ট্রাভেলসের একটি এসিবাস জব্দ করেছে র্যাব। এ সময় বাসটির চালক মো. মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে দারুসসালাম রোডের এশিয়া সিনেমা হলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাসে করে হেরোইন নিয়ে সীমান্ত এলাকা হতে রাজধানীতে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে একটি চক্র। পরে এশিয়া সিনেমা হলের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক হিসাবে বাসটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বাসে হেরোইন থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ কায়দায় লুকায়িত ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মাসুদ জানায়, সে দীর্ঘ দিন ধরে পরিবহন চালকের ছদ্মবেশে দেশের সীমান্ত এলাকা হতে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে। তাদের অন্যান্য সহযোগীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে এবং আইন-শৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন পরিবহনের বাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌছে দেয়। গ্রেপ্তার চালকের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের কর্মকর্তা।