1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চালকের সিটের পেছনে ২১ হাজার ২২৬ পিস ইয়াবা , গ্রেপ্তার ৩

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১, ১.২৯ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে
চালকের সিটের পেছনে ২১ হাজার ২২৬ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

সিএনএম প্রতিনিধিঃ

চট্টগ্রামের শান্তিরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় চালকের আসনের পেছন থেকে ২১ হাজার ২২৬ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ২১ হাজার ২২৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত ১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পটিয়া থানায় মামলার পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন গাজীপুরের পূবাইল এলাকার মো. এরশাদুল, কক্সবাজারের রামু থানার ধেচুয়াপালংয়ের মোহাম্মদ আলী এবং কুনিয়াপালংয়ের কামাল উদ্দিন। তাদের মধ্যে এরশাদুল বাসচালক এবং অন্য দুইজন যাত্রী।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, কক্সবাজার থেকে একটি বাসে ইয়াবার চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় তল্লাশিচৌকি বসায় র‌্যাব। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশির সময় চালক এবং তার পেছনে বসা দুইজনের কথাবার্তা সন্দেহজনক মনে হয় র‌্যাব সদস্যদের। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে চালকের আসনের পেছনে লুকানো ২১ হাজার ২২৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা।

গ্রেপ্তার তিনজন এবং জব্দ করা ইয়াবা পরে পটিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com