বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মখদুম শাহ মাহমুদ কোরেশি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার ড. মোমেনকে পাঠানো বার্তায় শুভেচ্ছা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
শুভেচ্ছাবার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে সেদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আমি আত্মবিশ্বাসী যে, ভালো প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক সামনের বছরগুলোতে আরও শক্তিশালী হবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান।