বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম যে সুযোগ তৈরি করেছে, আমি আশা করি বিভিন্ন দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থসামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
শনিবার (২৬ মার্চ) রাতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহীদ সব বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ সেই দেশে বাংলাদেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস শোনাতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। তার অসমাপ্ত কাজটি এখন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।
তিনি বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম’ এ অংশগ্রহণের জন্য মন্ত্রী সরকারি সফরে দেশটিতে রয়েছেন। তিনি আগামী ২৯ মার্চ দুপুরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।