রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ সাদেক খানের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, কদমতলী থেকে আসা দগ্ধ সাদেক খান এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৬০২ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে ভর্তি ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
দগ্ধ সাদেক খানের ছেলে আনন্দ খান বলেন, আমার বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ভোরে আমার বাবা মারা গেছেন। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। বাসা থেকে সুস্থ মানুষ বের হলো অথচ আজ লাশ হয়ে ফিরছে।
নিহত সাদেক খানের বাসা শনিরআখড়ার গোয়ালবাড়ি মোড় এলাকায়।