সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটই বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছে এবি পার্টি। তাই কালোবাজারি-সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে মিলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গরিব, দুঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দেশে আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করার জন্য। দেশে দারিদ্র্যের হার ৩৫ শতাংশ অথচ সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে। রাষ্ট্র আজ নাগরিকদের সঙ্গে প্রহসনে মেতে উঠেছে। এভাবে একটা দেশ চলতে পারে না।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে, অন্যদিকে সরকারি দলের নেতা-মন্ত্রীরা তামাশা ও উপহাস করছে। তারা বলছে দেশে নাকি ভিক্ষুক দেখা যায় না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে। গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম। জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এবি পার্টি কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব ফিরোজ কবির, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক প্রমুখ।