সিএনএম প্রতিবেদকঃ
একুশের প্রথম প্রহরে পরম শ্রদ্ধা আর ভালোবাসার আনুষ্ঠানিকতায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
রবিবার (২১ ফেব্রুয়ারী) ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি এবং বিরোধী দলের পক্ষ থেকে পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধীদলীয় চিফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।