ডেইরি ও পোলট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি শিল্প মালিক সমিতি।
দাবি আদায়ে রংপুরে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডেইরি ও পোলট্রি শিল্পমালিক ও খামারিরা।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠন দুটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক ডেইরি ও পোলট্রি শিল্পমালিক ও খামারিরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন রংপুর পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোলট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারি ইশতিয়াক হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোলট্রি ও ডেইরি খাদ্য ও খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বেড়েছে। অথচ খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বাড়ে না। এ কারণে এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। একই সঙ্গে বেকারত্বের হারও বাড়ছে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ কেনা বেশি দাম না দেওয়ায় খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি শিল্প মালিক সমিতির নেতারা।