ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহউদ্দিনকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
অপর আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে বাংলদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে বিডার সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।