সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন এ কে এম মনির হোসেন পাঠান। শনিবার (১২ ফেব্রুয়ারি) সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. আমানউল্লাহ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব পাওয়ার পর কোন বিষয়ে অগ্রাধিকার দেবেন জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ২০৪১ সালের ভিশন সামনে রেখে সারাদেশের সড়ক মেরামতের কাজকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, দেশে টেকসই সড়ক নির্মাণ সংশ্লিষ্ট সব কাজকে সমন্বিত করে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকাণ্ডগুলো আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
সওজ অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং ১৯৭৮ সালে মতলবগঞ্জ জে বি পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। মেধার স্বীকৃতি স্বরূপ তিনি কুমিল্লা ফাউন্ডেশন স্কলার সম্মাননা অর্জন করেন।
প্রকৌশলী মনির হোসেন পাঠান সওজ অধিদপ্তরে ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি ২০১৯-২০২০ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফলভাবে বাস্তবায়ন করায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন অধিদপ্তরগুলোর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রথম স্থান অর্জন করেন এবং এ কাজের স্বীকৃতি স্বরূপ সড়ক ও জনপথ অধিদপ্তরের এপিএ টিমের টিম-লিডার হিসেবে প্রকৌশলী মনির হোসেন পাঠান সম্মাননা সনদ অর্জন করেন।
এছাড়া ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে করোনা মহামারিকালেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি শতভাগ অর্জনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।