রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধি দল।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুদানের প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকা সফররত দক্ষিণ সুদানের আট সদস্যের প্রতিনিধি দল বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তারা ৩২ নম্বর বাড়ি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তরিকুল ইসলাম।
সফরের প্রথম দিন প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মঙ্গলবার প্রতিনিধি দল সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন।