জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের খুলশি থানা এলাকায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশিষ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে খুলশি কলোনি মসজিদ গলি থেকে ৯৯৯ নম্বরে ফোন করে একজন জানান, সেখানে একটি প্রতিবন্ধী মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি খুলশি থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
আনোয়ার সাত্তার আরও বলেন, পরে খুলশি থানার এসআই (উপ-পরিদর্শক) সাজ্জাদ খান ৯৯৯ কে ফোনে জানান, তারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ও ধর্ষণের অভিযোগে আশিষ নামে এক যুবককে গ্রেফতার করেছে।
এ ঘটনায় খুলশি থানায় একটি মামলা দায়ের হয়েছে।