দেশে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় মূল ভবনসহ নিজেদের অন্যান্য কার্যালয়গুলোতে দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। তবে অত্যাবশ্যকীয় প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওয়াসা ভবনে প্রবেশ করা যাবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর বিষয়টিসহ করোনা সংক্রমণ ও বিস্তার রোধে ব্যবস্থাপনা বিষয়ক একটি অফিস আদেশ জারি করেন।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন টিকা সনদ ছাড়া কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ দর্শনার্থী ওয়াসা ভবনে প্রবেশ করতে পারবেন না।
এছাড়া ওয়াসার লিফটম্যানসহ কোনো অবস্থাতেই চার জনের বেশি মানুষ লিফটে উঠতে পারবে না। পাশাপাশি ঢাকা ওয়াসার সব পাম্প হাউসকে অপারেটর ছাড়া বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না।